Header Ads Widget

Responsive Advertisement

এলপিআর কি ? পিআরএল এর অর্থ কি? পি আর এল আবেদন কখন করবেন ?



এলপিআর কি ? পিআরএল এর অর্থ কি? পি আর এল আবেদন কখন করবেন ?



এলপিআর কি  পিআরএল এর অর্থ কি পি আর এল আবেদন কখন করবেন



পোস্ট সামারীঃ

    • এলপিআর কি ?
    • পিআরএল এর অর্থ কি?
    • পি আর এল আবেদন কখন করবেন ?
    • পিআরএল প্রজ্ঞাপন বা পি আর এল বিধিমালা ?
    •  পি আর এল এর প্রয়োজনীয় কাগজপত্র ?
    • পি আর এল কবে শুরু হবে?
    • পিআরএল বেতন কত হবে ?
    • লাম্পগ্রান্ট কি বা ছুটি নগদায়ন কি ?
    • লাম্প গ্রান্ট হিসাব?
    • আইবাস++ এ কর্মচারিদের পিআরএল (prl)
    •  সংযুক্তি (Attachment) এবং
    •  লিয়েন ( Lien ) এর তথ্য অনুমোদন করার পদ্ধতি ?


এলপিআর কি ? পিআরএল এর অর্থ কি? পি আর এল আবেদন কখন করবেন ?

এলপিআর কি ?

 

এলপিআর : এলপিআর হলো লিভ প্রিপাইটরি রিটারমেন্ট অর্থাৎ অবসর প্রস্তুতি মূলক ছুটি। কোন সরকারী কর্মকর্তা/কর্মচারির চাকরি হতে অবসর গ্রহণের পূর্বে ছুটি পাওনা সাপেক্ষে এক বছর ছুটি ভোগ করে থাকে, তাকে এলপিআর হলো লিভ প্রিপাইটরি রিটারমেন্ট অর্থাৎ অবসর প্রস্তুতি মূলক ছুটি বলা হয়।

 

পিআরএল এর অর্থ কি?

 

পি আর এল: Post Retirement Leave বা অবসর উত্তর ছুটি হলো পিআরএল ।

 

পি আর এল আবেদন কখন করবেন ?

 

পি আর এল আবেদন: পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারির ১১ মাস পূর্বে  পি আর এল বা অবসর উত্তর ছুটি ভোগ করার জন্য ইএলপিসি বা প্রত্যাশিত শেষ বেতনপত্রের জন্য প্রেরণ করতে হবে। পি আর এল শুরুর এক বছর পূর্বে  যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আবেদন করতে হবে।


আরও  জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৩ ?

 

পিআরএল প্রজ্ঞাপন বা পি আর এল বিধিমালা ?

 

পিআরএল প্রজ্ঞাপন : পিআরএল এর ২০১৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ১২ মাসের ছুটি নগদায়ন সুবিধা প্রাপ্য হতেন । পরবর্তীতে ২০১৮ সালে পিআরএল প্রজ্ঞাপন অনুযায়ী ১৮ মাসের ছুটি নগদায়ন সুবিধা বৃদ্ধি করা হয়। ২০২১ পিআরএল এর স্পষ্ঠীকরণের প্রজ্ঞাপন জারি করা হয়।


পিআরএল এর ২০১৬ সালের প্রজ্ঞাপনটি ডাউনলোড করে নিতে পারেন।

 ২০১৮ সালে পিআরএল প্রজ্ঞাপন ডাউনলোড করে নিতে পারেন।

২০২১ পিআরএল এর স্পষ্ঠীকরণের প্রজ্ঞাপন  ডাউনলোড করে নিতে পারেন।

 

পি আর এল এর প্রয়োজনীয় কাগজপত্র ?

 

  •  ইএলপিসি বা প্রত্যাশিত শেষ বেতনপত্র।
  • ছুটির হিসাবের প্রত্যায়ন পত্র।




 পি আর এল কবে শুরু হবে?

 

পি আর এল কবে শুরু : পি আর এল শুরু হবে অবসর গ্রহণের এক বছর পূর্বে ।

 

 পিআরএল বেতন কত হবে ?

 

 পিআরএল বেতনঃ  পিআরএল গমনের পূর্বে যে বেতন প্রাপ্য হতেন সেই হারে বেতন প্রাপ্য হবে।  পিআরএল বা অবসর উত্তর ছুটিতে থাকাকালীন কোন ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না।


আরও জানুনঃ সাময়িক বরখাস্ত বলতে কি বোঝায় ? সাময়িক বরখাস্তকালীন কি কি বেতন ভাতা প্রাপ্য ? সাময়িক বরখাস্ত কালীন আইবাসে বেতন ভাতা বা খরপোষ ভাতার বিল ইএফটি করার উপায় ?


লাম্পগ্রান্ট কি বা ছুটি নগদায়ন কি ?

 

লাম্পগ্রান্ট কি বা ছুটি নগদায়ন : পিআরএল এ গমনের সময় ছুটি পাওনা সাপেক্ষে যে ১৮ মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারিকে প্রদান করা হয়, তাকে লাম্পগ্রান্ট কি বা ছুটি নগদায়ন বলা হয়।


লাম্প গ্রান্ট হিসাব?

ছুটি পাওনা সাপেক্ষে ১৮ মাসের মুলবেতন সমপরিমাণ অর্থ।


আইবাস++ এ কর্মচারিদের পিআরএল (prl), সংযুক্তি (Attachment) এবং লিয়েন ( Lien ) এর তথ্য অনুমোদন করার পদ্ধতি ?
 




যেসকল কর্মকর্তা/কর্মচারিগণ সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) গমন করবেন তাদের বেতন-ভাতা অনলাইনের প্রদান করার জন্য আইবাস++ (Ibas++) এ সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) এবং prl information enrty এবং Approved করা প্রয়োজন।
তাছাড়া সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) গমনরত কর্মকর্তা/কর্মচারিদের বেতন-ভাতা অনলাইনে প্রদান করা সম্ভব হবে না। আইবাস++(ibas++) এ পিআরএল তথ্য এন্ট্রি এবং অনুমোদন করার জন্য উক্ত কর্মকর্তা/ কর্মচারিদের তথ্য এন্ট্রি করা প্রয়োজন। কর্মচারিদের সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) সকল তথ্য সংশ্লিষ্ট ডিডিওগণ এন্ট্রি ও অনুমোদন করতে পারবেন। এখানে কর্মচারিদের সংযুক্তি (Attachment), লিয়েন ( Lien ) অথবা পিআরএল (prl) তথ্য সকল তথ্য অনুমোদনের প্রক্রিয়া দেখানো হয়েছে । বিস্তারিত জানতে
 এখানে ক্লিক করুন।




 

 


 

রিলেটেড ট্যাগঃ  এলপিআর কি, পি আর এল আবেদন, পিআরএল বেতন, পিআরএল প্রজ্ঞাপন, পি আর এল এর প্রয়োজনীয় কাগজপত্র, পি আর এল কবে শুরু হবে, পিআরএল বেতন, লাম্পগ্রান্ট কি, লাম্প গ্রান্ট হিসাব, পি আর এল বিধিমালা

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ