Header Ads Widget

Responsive Advertisement

অনলাইন বিষয় ভিত্তিক অভ্যন্তরীন প্রশিক্ষণের প্রশিক্ষণ ভাতা প্রাপ্যতা


অনলাইন বিষয় ভিত্তিক অভ্যন্তরীন প্রশিক্ষণের প্রশিক্ষণ ভাতা প্রাপ্যতা | অনলাইন প্রশিক্ষণ ভাতা




অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-২ শাখা হতে ০৯ অগস্ট ২০২১ তারিখে Zoom Platform/ অনলাইন বিষয়ভিত্তিক অভ্যন্তরীন প্রশিক্ষণ (In House Training) আয়োজনের ক্ষেত্রে বক্তা সম্মানী , প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য হারের প্রাপ্যতা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়/ বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক Zoom Platform /অনলাইনে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ (In House Training) পরিচালনা ক্ষেত্রে অর্থ বিভাগের ২২/০৫/২০১৯ খ্রিঃ তারিখের ১১১ নং স্মারক অনুযায়ী সম্মানী ও ভাতা নিম্নরুপভাবে প্রদান করতে হবেঃ

(১) প্রশিক্ষণার্থীগণ ধার্যকৃত হারের অর্ধেক হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

(২) আপ্যায়ন বাবদ কোন ব্যয় করা যাবে না।

(৩) প্রশিক্ষকগণ ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন।

(৪) কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক এবং সাপোর্ট স্টাফগণ ধার্যকৃত হারের অর্ধেক হারে সম্মানী প্রাপ্য হবেন।

 অনলাইন বিষয় ভিত্তিক অভ্যন্তরীন প্রশিক্ষণের প্রশিক্ষণ ভাতা প্রাপ্যতা বিস্তারিত জানতে এবং আদেশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ